What is freelancing (ফ্রিল্যান্সিং কি?
What is freelancing (ফ্রিল্যান্সিং কি?): ফ্রিল্যান্সিং মানে কোন একক প্রতিষ্ঠান বা কোম্পানির সাথে যুক্ত না হয়ে প্রজেক্ট ভিত্তিতে চুক্তি বদ্ধ হয়ে স্বাধীনভাবে কাজ করা। ফ্রিল্যান্সিং হলো মুক্ত বা স্বাধীন পেশা। এই পেশায় ধরা বাধা কোন সময় নেই যে ৯ টা থেকে ৫টা পর্যন্ত কাজ করতে হবে। এই পেশায় ফ্রিল্যান্সাররা নিজস্ব সময় বেছে নিয়ে কাজ সম্পন্ন করতে পারে। এখানে একজন ফ্রিল্যান্সার নিজেই নিজের Boss । যে কোন প্রতিষ্ঠান বা কোম্পানি ফ্রিল্যান্সারদের পার্ট টাইম বা স্বল্পমেয়াদী ভিত্তিতে নিয়োগ দিয়ে থাকে। ফ্রিল্যান্সাররা তাদের শিক্ষা, দক্ষতা সময় বিনিয়োগ করে যে কোন প্রজেক্ট সফলতার সাথে সম্পন্ন করে থাকে। Re-search করে দেখা গেছে ৫৩% ফ্রিল্যান্সারদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। ২০১৯ সালের একটি Re-search এ দেখা গেছে ফ্রিল্যান্সাররা ঘন্টায় ৫ –১০ ডলার অথবা ২০ থেকে ২৮ ডলার পর্যন্ত আয় করে থাকে ফ্রিল্যান্সারদের ভবিষ্যত বেশিরভাগ শিল্প-প্রতিষ্ঠান ও কোম্পানি এখন এককালীন প্রকল্পগুলো সম্পূর্ণ করার জন্য ফ্রিল্যান্সারদের নিয়োগ দিয়ে থাকে। কারণ এই মডেলটি তাদের জন্য আর্থিক ভাবে অনূকুল। এই প্রক্রিয়ায় কর্মীদের নিয়োগ এবং প্র...