role of digital marketing

 

role of digital marketing

ডিজিটাল মার্কেটিং বুঝার আগে আমাদের কে জানতে হবে মার্কেটিং কি? মার্কেটিং হলো বিক্রেতার সাথে ক্রেতার সংযোগ স্থাপন করার একটি প্রক্রিয়া। এক কথায় বলতে গেলে বিক্রেতার সাথে ক্রেতার মধ্যে একটি ব্রিজ স্থাপন করা। যেমন: নদীর এ পার থেকে অন্য পারে যাওয়ার জন্য একটি সেতু স্থাপন করার মতোই।

ধরুন আমার একটি দোকান আছে আডিবি ভবনে। এই দোকানে আমি লেপটপ বিক্রি করি। তাহলে এখানে ক্রেতার সাথে সংযোগ স্থাপনের একটি প্রক্রিয়া পেলাম তা হলো আডিবি ভবনে একটি দোকান। পূর্বে থেকেই এভাবেই পন্য দ্রব্য বিক্রি হয়ে আছে। এই প্রক্রিয়া সম্পর্কে বেশি কিছু আর বলছি না কারন আমাদের বিষয় হল ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং সম্পর্কে অন্য কোন আর্টিকেলে বিস্তারিত লিখব।

এক কথায় বলতে গেলে পন্য বিক্রি করার জন্য ইলেকট্রনিক ডিভাইস দ্বারা ইন্টারনেট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ক্রেতার সাথে বিক্রেতার মধ্যে যেসব প্রক্রিয়া ব্যবহার করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে। ইলেকট্রনিক ডিভাইস এর মধ্যে মোবাই ফোন, টেবলেট পিসি, লেপটপ, ডেসকটপ ইত্যাদি হতে পারে। যে সব প্রক্রিয়া ডিজিটাল মার্কেটিং করতে প্রয়োগ করা হয় তা নিচে দেওয়া হলো-

Type of Digital Marketing (ডিজিটাল মার্কেটিং এর প্রক্রিয়া):

ডিজিটাল মার্কেটিং করতে অনেক ধরনের প্রক্রিয়া ব্যবহার করা যায়। কিন্তু এম মধ্য থেকে কিছু প্রক্রিয়া হলো-

  • Search Engine Optimization (SEO)
  • Content Marketing
  • Social Media Marketing
  • Affiliate Marketing
  • Email Marketing
  • Pay-Per-Click Marketing (PPC)
  • Coast Per Action Marketing (CPA) etc.
উপরের টপিকস নিয় বিস্তারিত জানতে ক্লিক করুন Read more...

Comments

Popular posts from this blog

windows-10 | working on update, Don't turn off your computer

Make WiFi in your House

Provides history of institution as well as information on degree programs